December 11
বাংলাদেশের মুক্তিযুদ্ধে অসীম সাহস, বীরত্ব ও আত্মোৎসর্গের স্বীকৃতিস্বরূপ দেশের সর্বোচ্চ সামরিক সম্মান ‘বীরশ্রেষ্ঠ’ উপাধিতে ভূষিত করা হয় সাতজন শহীদ মুক্তিযোদ্ধাকে। তারা দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ করেছেন এবং তাঁদের জীবনকাহিনি নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে স্বাধীনতার প্রকৃত মূল্য বুঝতে সাহায্য করে।<br /><br />১. বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর<br />চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলে পাকবাহিনীর বিরুদ্ধে লড়াই করতে গিয়ে ১৪ ডিসেম্বর শহীদ হন। তাঁর নেতৃত্ব এবং আত্মত্যাগ সীমান্তযুদ্ধে বিজয় অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।<br /><br />২. বীরশ্রেষ্ঠ সিপাহি মোস্তফা কামাল<br />বরিশালের এই বীর মুক্তিযোদ্ধা ব্রাহ্মণবাড়িয়ার দরিয়াদৌলত এলাকায় সম্মুখযুদ্ধে শত্রুদমন করতে গিয়ে ১৮ এপ্রিল শহীদ হন। তাঁর একক সাহসিকতায় মুক্তিযোদ্ধারা নিরাপদে পিছু হটার সুযোগ পেয়েছিল।<br /><br />৩. বীরশ্রেষ্ঠ নায়েক মনসুর আলী<br />কুমিল্লার সালদা নদী এলাকায় তীব্র যুদ্ধে অতুলনীয় বীরত্ব দেখিয়ে ৯ সেপ্টেম্বর শহীদ হন। তাঁর নেতৃত্বে মুক্তিযোদ্ধারা বহু পাকসেনাকে প্রতিহত করতে সক্ষম হয়।<br /><br />৪. বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান<br />পাকিস্তানে অবস্থানকালে একটি সাবরো বিমান ছিনিয়ে নিয়ে তা বাংলাদেশের পক্ষে ব্যবহার করার চেষ্টা করেছিলেন। বিমানটি ভূপাতিত হলে তিনি শহীদ হন। তাঁর সাহসিকতা মুক্তিযুদ্ধের ইতিহাসে অনন্য।<br /><br />৫. বীরশ্রেষ্ঠ সিপাহি হামিদুর রহমান<br />ঝিনাইদহের এই তরুণ বীর মুক্তিযোদ্ধা ধলেশ্বরী এলাকায় সম্মুখযুদ্ধে ২৮ অক্টোবর শহীদ হন। তাঁর লড়াই পাকিস্তানি বাহিনীর গুরুত্বপূর্ণ অবস্থান ভেঙে দিতে সহায়ক হয়।<br /><br />৬. বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ<br />যশোরের গোয়ালহাটি এলাকায় শত্রুবেষ্টিত অবস্থায় অসীম বীরত্ব দেখিয়ে ৫ সেপ্টেম্বর শহীদ হন। তাঁর ত্যাগ সঙ্গীদের জীবন রক্ষা করে।<br /><br />৭. বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক আব্দুর রউফ<br />বরগুনার এই বীর মুক্তিযোদ্ধা ৮ এপ্রিল কমলগঞ্জের অটানিবিলে পাকবাহিনীর আক্রমণ ঠেকাতে গিয়ে শহীদ হন। নিজ জীবন বাজি রেখে তিনি সঙ্গীদের নিরাপদে সরিয়ে নিতে সক্ষম হন।<br /><br />বাংলাদেশের এই সাতজন বীরশ্রেষ্ঠ জাতির চিরজাগরুক প্রেরণার উৎস। তাঁদের আত্মত্যাগ আমাদের স্বাধীনতার ভিত্তিকে আরও দৃঢ় করে এবং ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। তারা আমাদের গৌরব, আমাদের চিরঅমর নায়ক।
January 04
January 01
December 23