January 05
ক্রিকেট একটি জনপ্রিয় ও সুসংগঠিত দলগত খেলা, যার উৎপত্তি ১৬শ শতকের শেষভাগে ইংল্যান্ডে বলে ইতিহাসবিদরা মনে করেন। প্রথম শ্রেণিভুক্ত ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয় ১৭শ শতকে, এবং পরবর্তীতে ১৭৪৪ সালে ক্রিকেটের প্রাথমিক লিখিত নিয়ম প্রণীত হয়। ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তারের সঙ্গে সঙ্গে ক্রিকেট ভারতীয় উপমহাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে।<br /><br />বাংলাদেশে ক্রিকেটের প্রচলন শুরু হয় ব্রিটিশ শাসনামলে, মূলত ১৯শ শতকের মাঝামাঝি সময়ে। তৎকালীন কলকাতা ও ঢাকা কেন্দ্রিক ক্লাব ও শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে এ খেলার বিস্তার ঘটে। স্বাধীনতার পর বাংলাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা দ্রুত বৃদ্ধি পায় এবং ১৯৭৭ সালে বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)-এর সহযোগী সদস্য (Associate Member) হিসেবে স্বীকৃতি লাভ করে। পরবর্তীতে ধারাবাহিক সাফল্যের ফলে বাংলাদেশ ২০০০ সালে টেস্ট খেলুড়ে দেশের মর্যাদা অর্জন করে।<br /><br />ক্রিকেট সাধারণত দুইটি দলের মধ্যে অনুষ্ঠিত হয়, যেখানে প্রতিটি দলে ১১ জন খেলোয়াড় অংশগ্রহণ করে। খেলাটির মূল উপকরণ হলো ব্যাট, বল ও উইকেট, এবং লক্ষ্য থাকে প্রতিপক্ষের তুলনায় বেশি রান সংগ্রহ করা। সময় ও নিয়মের ভিন্নতার ভিত্তিতে ক্রিকেটের প্রধান ধরন হলো টেস্ট, একদিনের আন্তর্জাতিক (ODI) ও টোয়েন্টি–টোয়েন্টি (T20)। শিক্ষাক্ষেত্রে ক্রিকেট খেলা শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি দলগত চেতনা, শৃঙ্খলা, নেতৃত্ব ও কৌশলগত চিন্তাভাবনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই ক্রিকেট কেবল একটি ক্রীড়া কার্যক্রম নয়, বরং ব্যক্তিত্ব গঠনের একটি কার্যকর শিক্ষামাধ্যম।
December 29
December 23
December 11